যাত্রীদের অভিযোগ ও সমস্যা সমাধানে জননী বাস মালিক সমিতির সাথে নোয়াখালী জেলা বৈষম্য বিরোধী ছাত্ররা- সিদ্ধান্ত গুলোতে একমত
যাত্রীদের অভিযোগ ও সমস্যা সমাধানে জননী বাস মালিক সমিতির সাথে নোয়াখালী জেলা বৈষম্য বিরোধী ছাত্ররা- সিদ্ধান্ত গুলোতে একমত
সেপ্টেম্বর ২৪ ইং তারিখে যাত্রীদের অভিযোগ ও সমস্যা সমাধানে জননী বাস মালিক সমিতির সাথে দীর্ঘক্ষন মিটিংয়ে যাত্রীরা তাদের অভিযোগ গুলো উঠায় সাথে আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকেও অভিযোগ ও বেশ কয়েকটি দাবি উৎথাপন করা হয়, দাবী গুলা না মানায় পরবর্তীতে ৩/৪ দিন গাড়ি বন্ধ রাখা হয়েছিল একপর্যায়ে আমাদের জেলা সমন্বয়ক বৃদ্ধরা এই বিষয় নিয়ে সবারাসাথে বসে সমস্যা সমাধান করবেন বলেনিশ্চয়তা দেন, তার ই প্রেক্ষিতে আজ ২৬ ই সেপ্টেম্বর ২৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় নোয়াখালী জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির অফিসে দীর্ঘক্ষন মিটিং শেষে সবাই নিন্মোক্ত সিদ্ধান্ত গুলোতে একমত হয়।
নিন্মে সিদ্ধান্ত ও মালিক সমিতির গ্রহণকৃত ছাত্রদের দাবি সমুহ,,,,
১. RTHD এর তালিকা অনুযায়ী ভাড়া সমন্বয় করে ভাড়া কমানো :- লোকাল বাসের ভাড়া ঠিক আছে, জননী প্লাসের সার্ভিস যতোটুকু দিচ্ছে ঠিক ততটুকুই ভাড়া নেওয়া হচ্ছে এবং জননী প্লাসের সার্ভিস আরও উন্নত করা হবে অতি শীগ্রই।
২. যাত্রী সেবার মান আরও উন্নত করা :- জননী মালিক সমিতি আমাদেরকে আশ্বস্ত করছেন অতি দ্রুত সেবার মান উন্নয়য়ের ব্যবস্থা নিবে এবং কিছু ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ দিনের ভিতরেই ব্যবস্থা নেয়া হবে।
৩. জননী প্লাস নামক ব্যাধি দূর করা :- আমাদের অনেক যাত্রীদের সুবিধার্থে, যাত্রীদের অনুরোধে যাত্রীরা তাদের গন্তব্যস্থানে অতি দ্রুত পৌঁছাতে হয়, তাদের কথা বিবেচনা করে সিট ক্যাপাসিটি ও সময় বাঁচানোর জন্য জননী প্লাস রাখা হয়েছে এবং তাদের(জননীর) সেবার মান শীগ্রই আরও অনেক উন্নত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৪. ছাত্রদের থেকে হাফ ভাড়া কার্যকর করা:- শুধুমাত্র জননী লোকাল বাসের ক্ষেত্রে ছাত্রদের জন্য ৪০% কম ভাড়া কার্যকর করা হয়েছে এক্ষেত্রে সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত গ্রহনযোগ্য হবে। শুক্র ও শনিবার সহ সরকারী ছুটিতে এই ৪০% গ্রহণ যোগ্য নয়) ৪০% ভাড়া কমানোর ক্ষেত্রে স্টুডেন্ট পরিচিতি (ID card, Admit card, Registration card) ইত্যাদি থাকতে হবে।
৫. যাত্রী হয়রানি ও ভোগান্তি দূরীকরণ:- যাত্রীদের সাথে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটা গাড়ির নাম্বার সহ মালিক সমিতিতে জানাতে হবে তারা এই বিষয় বিচার বিশ্লেষণ করে দ্রুত পদক্ষেপ ও শাস্তির ব্যবস্থা করবে, আর যদি না করে আমাদের ছাত্র সমাজ কে অভিহিত করবেন।
৬. ড্রাইভিং লাইসেন্স বিহিন ও গাড়ির ফিটনেস :- ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ ড্রাইভিং করতে পারবে না, ফিটনেসবিহিন গাড়ি গুলোর ফিটনেস ঠিক করবে এবং জননীর প্রতিটা বাসের, প্রতিটা সিটের সামনের যায়গায় পর্যাপ্ত যায়গা রাখা হবে (সর্বোচ্চ ১৫ দিনে প্লাস ও লোকাল গুলো পর্যায়ক্রমে আসবে।
৭. যে কোন সমস্যা হলে অভিযোগ ও শাস্তির ব্যবস্থা :- পুর্বের ন্যায় এমনটা হবে না, অভিযোগ দিলেই অভিযোগ গুলো আমলে নিয়ে অতি দ্রুত সমস্যা সমাধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
৮. বিকল্প পরিবহন :- ইন-শা-আল্লাহ শিগ্রই কিছু একটা হবে, গতকাল ২৫/০৯/২৪ ইং তারিখে জেলা সমন্বয়ক বৃদ্ধরা এই বিষয়ে আমাদের কে জানিয়েছেন, BRTC অথবা অন্য পরিবহন নামাবে তবে পর্যাক্রমে ও সময় লাগবে।
উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন :
নোয়াখালী জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মুকুল আহমেদ, জননী ও আনন্দ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, জননী বাস/আনন্দ বাস/সুগন্ধা বাস মালিক ও শ্রমিক সমিতির কর্মকর্তা ও নোয়াখালী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফুল ইসলাম ও ফারহাদুল ইসলাম সহ চাটখিল,সোনাইমুড়ী ও সোনাপুর উপজেলার প্রতিনিধি বৃন্ধ।
No comments: